ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

মা দিবসের শুভেচ্ছা জানাল যুক্তরাষ্ট্র-চীনা দূতাবাস

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, মে ১২, ২০২৪
মা দিবসের শুভেচ্ছা জানাল যুক্তরাষ্ট্র-চীনা দূতাবাস

ঢাকা: বিশ্ব মা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে ঢাকা ঢাকার যুক্তরাষ্ট্র ও চীনা দূতাবাস। রোববার (১২ মে) পৃথক বার্তায় শুভেচ্ছা জানায় দূতাবাস দুটি।

ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুকে কয়েকজন মায়ের ছবি দিয়ে শুভেচ্ছাবার্তায় বলা হয়, মায়েদের জন্য শুভ মা দিবস! আসুন আমাদের জীবনের সেই বিশেষ নারীদের ভূমিকা উদযাপনের জন্য একটি বিশেষ মুহূর্ত বেছে নেওয়া যাক, যারা সবসময় আমাদের ভালোবাসা ও সমর্থন দিয়ে থাকেন। মা-কে জানান, তিনি আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ।

বিশ্ব মা দিবস নিয়ে ঢাকার চীনা দূতাবাসের শুভেচ্ছাবার্তায় উল্লেখ করা হয়, জীবনের সব পর্যায়ে ছায়া হয়ে পাশে থেকে জীবনকে অর্থময় করে তোলেন মা। আন্তর্জাতিক মা দিবসে সারা বিশ্বের সব মায়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা।

প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্ব মা দিবস উদযাপিত হয়ে থাকে।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, মে ১২, ২০২৪
টিআর/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।