ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মং প্রু সেইন শিক্ষাবৃত্তি দিল খাগড়াছড়ি সেনা রিজিয়ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, মে ১৪, ২০২৪
মং প্রু সেইন শিক্ষাবৃত্তি দিল খাগড়াছড়ি সেনা রিজিয়ন

খাগড়াছড়ি: গোষ্ঠী-ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশ গড়ি, সম্প্রীতির খাগড়াছড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মং সার্কেল চিফ মং প্রু সেইনের শিক্ষাবৃত্তি ও সার্টিফিকেট দেওয়া হয়েছে। ৮০ জন মেধাবী ও অসহায় শিক্ষার্থীর মধ্যে এ শিক্ষাবৃত্তি ও সার্টিফিকেট দেওয়া হয়।



মঙ্গলবার (১৪ মে) সকাল ১১টায় খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুই প্রু চৌধু্রী, মং সার্কেল প্রধান সাচিংপ্রু চৌধুরী, রিজিয়নের জিটুআই মেজর মো. জাবির সোবহান মিয়াদ।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, মে ১৪, ২০২৪
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।