ঢাকা: রাজধানীর বিজয়নগরে একটি বাসা থেকে নাজমুল হাসান (৭২) নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৫ মে) বিকেল পৌনে তিনটার দিকে রমনা থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন চন্দ্র দে মরদেহ সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, দুপুরে খবর পেয়ে বিজয়নগরে ৭ নম্বর দোতলা বাড়ির নিচতলা বাসার দরজা ভেঙে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। রুমের ভেতর বিছানায় শায়িত অবস্থায় ছিল মরদেহটি।
এদিকে মৃত নাজমুল হাসানের ছোট বোন শামীমা নার্গিস জানান, বিজয়নগরের ওই বাড়িটি তাদের নিজেদের। তবে সেখানে একাই থাকতেন নাজমুল হাসান। তিনি বিয়ে করেননি। গত বৃহস্পতিবার তার সঙ্গে মোবাইল ফোনে শেষ কথা হয় শামীমা নার্গিসের। তখন তিনি জানান, তিনি গরমের কারণেই খুবই অস্বস্তিতে রয়েছেন এবং অনেকটা অসুস্থ হয়ে পড়েছেন। এর পরদিন থেকে আর তাকে ফোনে পাওয়া যাচ্ছিল না। এতে তাদের সন্দেহ হলে বুধবার সকালে উত্তরার বাসা থেকে শামীমা নিজে বিজয়নগরের বাসায় যান। তবে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান এবং রুমের ভেতরে দুর্গন্ধ পান। তখন তারা থানায় খবর দেন। পরবর্তীতে থানা পুলিশ দরজা ভেঙে ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করেন।
বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, মে ১৫, ২০২৪
এজেডএস/জেএইচ