ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বাড্ডায় ফার্নিচারের কারখানার আগুন নেভানোর পর মিলল মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, মে ১৬, ২০২৪
বাড্ডায় ফার্নিচারের কারখানার আগুন নেভানোর পর মিলল মরদেহ

ঢাকা: রাজধানী বাড্ডার সাঁতারকুলের ইয়াসিন নগর এলাকায় একটি ফার্নিচারের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় মফিজুল (৩৭) নামে এক কর্মচারী পুড়ে মারা গেছে। গতকাল বুধবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনার পর ফায়ার সার্ভিস থেকে ২ ইউনিট কাজ করে আগুন নির্বাপনের পর একটি মৃতদেহ উদ্ধার করে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকে লিডার জীবন মিয়া এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গতকাল বুধবার দিবাগত রাত ১১ টার দিকে সংবাদ পাওয়া যায় বাড্ডা সাতারকুল এলাকায় একটি ফার্নিচার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে সেখানে ফায়ার সার্ভিস থেকে দুইটি ইউনিট আগুন নির্বাপন করে কারখানার ভিতর থেকে একজনের মৃতদেহ উদ্ধারের পর সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বাড্ডা থানার (ইন্সপেক্টর তদন্ত) মোঃ আব্দুর রউফ জানান, বাড্ডা সাতারকুল ইয়াসিন নগর ফার্নিচার কারখানার ভিতরে স্তুপ ফোমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই কারখানার মফিজুল নামে কর্মচারী পুড়ে মারা যায়। তার লাশ শহীদ সোহরাওয়ার্দী  হাসপাতালে পাঠানো হয়। পরে আজ দুপুরে ওই হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য তার মৃতদেহ নেওয়া হয় ।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, মে ১৬, ২০২৪
এজেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।