ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদগঞ্জে স্ত্রী যৌতুকের মামলা করায় গলায় ফাঁস স্বামীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, মে ১৭, ২০২৪
ফরিদগঞ্জে স্ত্রী যৌতুকের মামলা করায় গলায় ফাঁস স্বামীর

চাঁদপুর: যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্ত্রী মামলা করে বাবার বাড়িতে চলে যাওয়ার পর চাঁদপুরের ফরিদগঞ্জে মো. রেদওয়ান হোসেন (২৫) নামের এক যুবকের আত্মহত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৭ মে) সকালে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও গ্রামের যুবকের নিজ বসতঘর থেকে মরদেহ উদ্ধার করে ফরিদগঞ্জ থানা পুলিশ।

 

রেদওয়ান হোসেন ওই গ্রামের মৃত আহসান উল্যার ছেলে। তিনি এক সন্তানের জনক।

রেদওয়ানের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য ইব্রাহিম মৃধা জানান, গত কয়েক বছর পূর্বে পাশের গ্রামের মফিজ মিয়ার মেয়ে খাদিজা আক্তারের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় রেদওয়ান হোসেনের। বিয়ের সময় খাদিজা আক্তার অপ্রাপ্তবয়স্ক হওয়ার কারণে বিয়েতে নিকাহনামা নিবন্ধন হয়নি। তবে তারা দাম্পত্য জীবন শুরু করেন। রেদওয়ান ও খাদিজা দম্পতির ঘরে রাহাতুল ইসলাম নামে এক বছর আট মাস বয়সী এক সন্তান রয়েছে। রেদওয়ানের ছয় বোনের মধ্যে সবার বিয়ে হয়ে যাওয়ায় তারা স্বামীর বাড়িতে থাকেন। তার বাবা-মা মারা যাওয়ার পর রেদওয়ান স্ত্রী ও সন্তানকে নিয়ে বাড়িতে বসবাস করতেন। সম্প্রতি সময়ে তাদের পারিবারিক কলহ সৃষ্টি হয়। রেদওয়ানের স্ত্রী তার বিরুদ্ধে যৌতুকের দাবি, নারী ও শিশু নির্যাতনসহ একাধিক অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেন। মামলা চলমান থাকায় তার স্ত্রী বাবার বাড়িতে শিশু সন্তানকে নিয়ে চলে যায়।

রেদওয়ানের বোন রহিমা বেগম বলেন, আমার ভাই বৃহস্পতিবার (১৬ মে) রাতে নিজ ঘরে ঘুমায়। সকাল ৯টা জানতে পারি তার বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। এ খবর পেয়ে আমি এসে প্রতিবেশীদের সহায়তা নিয়ে ভাইয়ের মরদেহ নামিয়ে বিছানায় রাখি। পরে পুলিশ এসে মরদেহ নিয়ে যায়।

ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, রেদওয়ান হোসেনের মরদেহ উদ্ধার করে দুপুরে ময়না তদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, মে ১৭, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।