ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

চৌদ্দগ্রামে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, মে ১৯, ২০২৪
চৌদ্দগ্রামে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু বাংলানিউজ ফাইল ছবি

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামে বজ্রপাতে আনোয়ারুল হক (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরেক শ্রমিক।

 

রোববার (১৯ মে) দুপুরের দিকে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের খিরনশাল-লনিশ্বর মাঠে এ ঘটনা ঘটে।  

নিহত আনোয়ারুল লালমনিরহাটের আদিতমারি উপজেলার বারগরিয়া গ্রামের আজিজুর রহমানের ছেলে। আহত ব্যক্তির না মজিবুর রহমান। তিনি একই গ্রামের বাসিন্দা।

মুন্সিরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সাহাব উদ্দিন মজুমদার রানা এ তথ্য নিশ্চিত করেন।  

আহত মজিবুর বলেন, লনিশ্বর গ্রামের মাওলানা দেলোয়ার হোসেনের কৃষি জমিতে রোববার সকাল থেকে মাটি কাটার কাজ করছিলাম আমরা ১০-১২ জন শ্রমিক। দুপুরে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে থেমে থেমে বজ্রপাতের ঘটনা ঘটছিল। এ সময় বজ্রপাতে আনোয়ারুলের মৃত্যু হয়। আমাদের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহত অবস্থায় আমাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।  

ওই স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আবুল হাসেম জানান, বজ্রপাতের ঘটনায় দুজনকে হাসপাতালে আনা হয়েছে। তার মধ্যে আনোয়ারুল নামে ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত মজিবুরকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, মে ১৯, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।