ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

গায়ে হলুদ শেষে নদীতে গোসলে গিয়ে নিখোঁজ বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, মে ২৪, ২০২৪
গায়ে হলুদ শেষে নদীতে গোসলে গিয়ে নিখোঁজ বর সন্ধ্যা নদী

বরিশাল: বরিশালের উজিরপুরে গায়ে হলুদের পর সন্ধ্যা নদীতে গোসল করতে গিয়ে বর নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ বরের নাম মিরাজুল ইসলাম আরিফ (২৪)।

গাজীপুরের কাশিমপুর থানার সুলতান মার্কেট এলাকার বাসিন্দা মো. মিন্টু খানের ছেলে তিনি। আরিফ স্কয়ার টেক্সটাইলের গাড়িচালক।

শুক্রবার (২৩ মে) বেলা পৌনে ১টার দিকে ওই যুবক নিখোঁজ হন বলে জানিয়েছেন উজিরপুর মডেল থানার পরিদর্শক তৌহিদুজ্জামান।

তিনি বলেন, নিখোঁজ আরিফ দূর সম্পর্কের মামাতো বোনকে বিয়ের জন্য পরিবারসহ বৃহস্পতিবার রাতে উজিরপুরের গাববাড়ী এলাকায় আসেন। শুক্রবার সকাল ৯টার দিকে গাববাড়ী এলাকার মৃত নাসিরউদ্দিনের কন্যা নিপা আক্তারের সঙ্গে কাবিন হয় তার। এরপর বিয়ের আনুষ্ঠানিকতার শুরুতে গায়ে হলুদের আয়োজন করা হয়। পরে বেলা সাড়ে ১২ টার দিকে দুইভাইসহ সন্ধ্যা নদীর চতলবাড়ি এলাকায় গোসল করতে নামেন আরিফ। এ সময় স্রোতের টানে দুই ভাইসহ ভেসে যেতে থাকেন। তখন স্থানীয়রা দুই ভাইকে উদ্ধার করেন। তবে বর আরিফ স্রোতে হারিয়ে যান।

পরিদর্শক জানান, স্থানীয় ও ফায়ার সার্ভিসের ডুবুরি নিখোঁজের সন্ধানে তল্লাশি করছে।

উদ্ধার অভিযানে থাকা বরিশাল নৌ-ফায়ার সার্ভিসের ডুবুরিদের টিম লিডার মো. নজরুল ইসলাম বলেন, নতুন বিয়ে করা বর স্রোতের টানে ভেসে গেছেন। তার সন্ধানে ডুবুরিরা নদীতে তল্লাশি চালাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, মে ২৪, ২০২৪
এমএস/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।