ঢাকা, শনিবার, ২৩ ভাদ্র ১৪৩১, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যশোরে বিপুল জাল ব্যান্ডরোলসহ গ্রেপ্তার ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, মে ২৪, ২০২৪
যশোরে বিপুল জাল ব্যান্ডরোলসহ গ্রেপ্তার ৩

যশোর: জেলার মনিরামপুরে বিপুল জাল ব্যান্ডরোলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে) দিনগত রাতে উপজেলার ঘিবা গ্রামের আকরাম হোসেনের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব।

গ্রেপ্তাররা হলেন- আকরাম হোসেন (২৭), বিপ্লব হোসেন (২৬) ও ফিরোজ আলী (২৫)।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর মোহম্মদ সাকিব হোসেন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আকরাম হোসেনের বাড়ি থেকে ১৯ হাজার ৬০ প্যাকেট নকল ব্যান্ডরোল সম্বলিত বিড়ি এবং ৬ লাখ ৬৭ হাজার জাল স্ট্যাম্প (ব্যান্ডরোল) উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মনিরামপুর থানায় মামলা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশে বিড়ি-সিগারেট প্যাকেটে কাগজের যে ছোট পাতলা আবরণ ফিতার মতো জড়ানো থাকে সেটি হলো ব্যান্ডরোল। ব্যান্ডরোল ছাপে সরকারি প্রতিষ্ঠান দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন অব বাংলাদেশ। সেখান থেকে ব্যান্ডরোল সংগ্রহ করে বিড়ি-সিগারেটের কোম্পানিগুলো। আর বাজারজাতের সময় ব্যান্ডরোলের ব্যবহার অনুযায়ী ভ্যাট বিভাগে শুল্ক পরিশোধ করতে হয়। অর্থাৎ বিড়ি-সিগারেটের কর আদায় হয় এ ব্যান্ডরোলের মাধ্যমে।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, মে ২৪, ২০২৪
ইউজি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।