ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভোলায় ঘূর্ণিঝড়ে গাছচাপায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, মে ২৭, ২০২৪
ভোলায় ঘূর্ণিঝড়ে গাছচাপায় শিশুর মৃত্যু

ভোলা: ভোলার দৌলতখান উপজেলায় ঘূর্ণিঝড় রিমালের আঘাতে গাছ উপড়ে পড়ে ঘরের ভেতর থাকা মাইশা ( ৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ মে) ভোর ৪টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

শিশু মাইশা পৌর ২ নম্বর ওয়ার্ডের প্রতিবন্ধী মনিনের মেয়ে।
এ নিয়ে ঝড়ে জেলায় দুইজনের মৃত্যু হলো।

শিশুটির বাবা মনির জানায়, রাতের খাবার খেয়ে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ ভোর ৪টার দিকে একটি গাছ আমার টিনের ঘরের ওপর পড়ে। সে সময় গাছ ও টিনের চাল আমাদের চাপা দিলে আমার মেয়ে মারা যায়। এবং আমিও গাছের নিচে চাপা পরে থাকি। পরে স্থানীয়রা এসে আমাকে উদ্ধার করে।

এ বিষয়ে দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্য রঞ্জন খাসকেল বলেন, গাছ চাপা পড়ে শিশু মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

অন্যদিকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে পৌর ২ নম্বর ওয়ার্ড বটতলা মাছঘাট, শহর রক্ষা বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঢেউয়ের পরে ঢেউ আছড়ে পড়ছে বাঁধের ওপর। ক্ষতিগ্রস্ত হয়েছে কিছু বসত র ও ব্যবসা প্রতিষ্ঠান।

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, মে ২৭, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।