ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩১, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মোটরসাইকেলচালকদের মাঝে সেনাবাহিনীর হেলমেট বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, মে ২৭, ২০২৪
মোটরসাইকেলচালকদের মাঝে সেনাবাহিনীর হেলমেট বিতরণ

খাগড়াছড়ি: ‘নো হেলমেট নো রাইড’-এ স্লোগানে দুর্গম পাহাড়ি সড়কে মোটরসাইকেলচালকদের নিরাপত্তা নিশ্চিত করতে হেলমেট বিতরণ করেছে গুইমারা সেনা রিজিয়ন।

সোমবার (২৭ মে) সকালে রিজিয়ন সদর দপ্তরের এমপি চেকপোস্টে স্থানীয় মোটরসাইকেলচালকদের মাঝে শতাধিক হেলমেট বিতরণ করেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম।

 

তিনি বলেন, আর্তমানবতা ও আর্থ-সামাজিক উন্নয়নসহ দেশের যেকোনো দুর্যোগ পরিস্থিতিতে সবার জন্য সেনাবাহিনীর সহযোগিতা ও প্রচেষ্টা সব সময় অব্যাহত থাকবে।  

অনুষ্ঠানে গুইমারা রিজিয়নের পদস্থ সামরিক কর্মকর্তা ও গুইমারা থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, মে ২৭, ২০২৪
এডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।