ঢাকা: দেশের উপকূলে তাণ্ডব চালিয়েছে প্রবল ঘূর্ণিঝড় রিমাল। এতে সবশেষ তথ্যানুসারে ১০ জনের মৃত্যু হয়েছে।
ঝড়ে ১৯ জেলায় ৩৭ লাখ ৫৮ হাজার ৯৬ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
আর বিধ্বস্ত হয়েছে এক লাখ ৫০ হাজার ৪৭৫ ঘরবাড়ি।
রোববার (২৬ মে) রাত থেকে সোমবার (২৭ মে) দুপুরের আগ পর্যন্ত এ ঝড়ের তাণ্ডবে ঘরবাড়ি হারিয়েছেন হাজার হাজার মানুষ।
ঝড়ের কারণে সৃষ্ট জলোচ্ছ্বাসে ভেঙে গেছে উপকূলের অনেক সুরক্ষা বাঁধ।
এতে গ্রামের পর গ্রাম প্লাবিত হয়েছে। ভেসে গেছে বহু গবাদি-পশু।
ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ায় খোলা আকাশের নিচে বা জলাবদ্ধ অবস্থায় মানবেতর জীবন কাটাচ্ছেন উপকূলের বাসিন্দারা।
খুলনা, বরিশাল, ভোলা, সাতক্ষীরা, বাগেরহাটসহ বিভিন্ন জেলা থেকে বাংলানিউজের করেসপন্ডেন্টদের পাঠানো ছবিতে উঠে এসেছে রিমালের আঘাতের ক্ষত।
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, মে ২৭, ২০২৪
আরবি/এইচএ/