ঢাকা, শুক্রবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

৬০ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন পিরোজপুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, মে ২৮, ২০২৪
৬০ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন পিরোজপুর

পিরোজপুর: পিরোজপুর জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় গত প্রায় ৬০ ঘণ্টা ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। জেলার সদরসহ সাতটি উপজেলায় এমন অবস্থা বিরাজ করছে।

 

ঝড়ে জেলার বিভিন্ন এলাকায় বিদ্যুতের খুঁটি উপড়ে পড়াসহ বিদ্যুতের তারের ওপর গাছ পড়ায় সংযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে দাবি বিদ্যুৎ কর্তৃপক্ষের।
 
জেলা পল্লী বিদ্যুৎ সমিতির জেলা অফিস সূত্রে জানা গেছে, পিরোজপুরের বিদ্যুৎ সরবরাহকৃত বাগেরহাটের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়াসহ বিদ্যুতের লাইনের ওপর গাছ ভেঙে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। লাইন মেরামত না হওয়া পর্যন্ত বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হবে না। তাই জেলার ৭টি উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এ অবস্থায় জেলার অনেক স্থানেই বিভিন্ন কোম্পানির মোবাইল নেটওয়ার্ক সংযোগ বন্ধ রয়েছে।  

জেলার ইন্দুরকানী উপজেলা সদরের সংবাদকর্মী আহাদ শিমুল জানান, গত রোববার সকাল থেকেই উপজেলা সদরসহ উপজেলার বিভিন্ন স্থানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। জেলার নাজিরপুরে একই অবস্থা বলে জানান স্থানীয়রা।  

সরেজমিনে দেখা গেছে, গত রোববার থেকে বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষের মধ্যে চরম উৎকণ্ঠা। উপজেলা সদরের ছালাম ডেকারেশনে প্রতিটি মোবাইলে ৩০ টাকার বিনিময়ে চার্জ দেওয়া হচ্ছে। সেখানে প্রায় শতাধিক মোবাইল চার্জে রয়েছে।  

স্থানীয়রা জানান, প্রতিটি মোবাইলের চার্জ ফি হিসাবে ৩০ টাকা নিয়ে সিরিয়াল দিয়ে চার্জ দেওয়া হচ্ছে।  

এদিকে জেলা শহরে বিদ্যুৎ না থাকায় সব ধরনের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা। তবে কোনো কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে নিজস্ব জেনারেটর দিয়ে ব্যবসায়ীক কাজ চালানো হচ্ছে।
  
জেলার মঠবাড়িয়া পল্লি বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, সেখানে খুব ভোর থেকেই বিদ্যুতের সংযোগ দিতে বিদ্যুৎ কর্মীরা কাজ করছেন। তবে কখন বিদ্যুতের লাইন চালু করা যাবে তা সঠিক করে বলতে পারছেন না তারা।  

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, মে ২৮, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।