ঢাকা, শুক্রবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

ভোট দিলেন ১০৪ বয়সী জুনাব আলী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, মে ২৯, ২০২৪
ভোট দিলেন ১০৪ বয়সী জুনাব আলী

কুমিল্লা: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে কুমিল্লার দেবিদ্বারে ভোটগ্রহণ চলছে। উপজেলার ধামতী ইউনিয়নের ধামতী হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে ভোট দিয়েছেন ১০৪ বছর বয়সী জুনাব আলী ভুঁইয়া।

বুধবার (২৯ মে) সকাল সাড়ে ৯টায় মেয়েকে সঙ্গে নিয়ে তিনি ভোট দিতে এসেছেন।

বৃদ্ধ জুনাব আলীর মেয়ে জানান, আমার আব্বার ভোট দেওয়ার অনেক ইচ্ছে ছিল। গত দুই দিন ধরে ভোট দেওয়ার কথা বলছেন। তাই আজ সকাল সকাল ভোট কেন্দ্রে নিয়ে এসেছি। প্রথমে আব্বাকে ভোট দিতে সহযোগিতা করেছি।

ভোট দেওয়ার পর জুনাব আলী জানান, ভোট দিতে পেরে ভালো লাগছে অনেক। আমার মেয়ে আমাকে কেন্দ্রে নিয়ে এসেছে।  

ধামতী হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার শাহজাহান জানান, এই কেন্দ্রে মোট ভোটার চার হাজার ৪১। এর মধ্যে পুরুষ ভোটার দুই হাজার ১৩০ জন। মহিলা ভোটার ১৯১১ জন। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। এখন পর্যন্ত কোনো ঝামেলা হয়নি।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, মে ২৯, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।