ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

আধাঘণ্টা বন্ধ ছিল মেট্রোরেল, ভোগান্তিতে অফিসগামীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, মে ৩০, ২০২৪
আধাঘণ্টা বন্ধ ছিল মেট্রোরেল, ভোগান্তিতে অফিসগামীরা

ঢাকা: দিনের শুরুতেই যান্ত্রিক ত্রুটির কারণে আধাঘণ্টার জন্য বন্ধ ছিল মেট্রোরেল চলাচল। এতে ভোগান্তিতে পড়েনে অফিসগামী যাত্রীরা।

বৃহস্পতিবার (৩০ মে) সকাল সাড়ে ৮টায় মেট্রো চলাচল বন্ধ হয়ে সকাল ৯টায় ফের চলাচল শুরু হয় হয়।

খোঁজ নিয়ে জানা যায়, মিরপুর ১১ নম্বর স্টেশনে মতিঝিলগামী একটি ট্রেন বন্ধ হয়েছিল। প্ল্যাটফর্ম থেকে ঘোষণা করা হচ্ছিল, যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল চলাচলে বিলম্ব হচ্ছে।

এ বিষয়ে জানতে মেট্রোরেলের পরিচালনা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কাউকে ফোনে পাওয়া যায়নি।

হঠাৎ ট্রেন চলাচল বন্ধ হওয়ায় স্টেশনগুলোতে যাত্রীদের ভিড় বেড়ে যায়। ট্রেন চালু হওয়ার পর ট্রেনে ওঠা নিয়ে ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের।

শফিকুল ইসলাম নামে এক যাত্রী বলেন, মেট্রোরেল কখন চলে আর কখন বন্ধ, এটা নিয়ে অনিশ্চয়তায় থাকতে হয়। অফিসের সিডিউল ঠিক রাখাও মুশকিল হয়ে যাচ্ছে।  

মেট্রোরেল স্টেশনে অপেক্ষামান যাত্রীদের কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমেও ক্ষোভ প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, মে ৩০, ২০২৪
এনবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।