ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

সন্ত্রাসীদের গুলিতে আহত বিলাইছড়ির বড়তলী ইউপি চেয়ারম্যান মারা গেছেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৮ ঘণ্টা, মে ৩১, ২০২৪
সন্ত্রাসীদের গুলিতে আহত বিলাইছড়ির বড়তলী ইউপি চেয়ারম্যান মারা গেছেন আতুমং মারমা

রাঙামাটি: সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আটদিন পর রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম বড়তলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতুমং মারমা মারা গেছেন।  

বৃহস্পতিবার (৩০ মে) রাত পৌনে ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

 

বিলাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গত ২২ মে রাত সাড়ে ১১টার দিকে নিজের ইউনিয়নের বড়তলী মারমা পাড়ায় একটি মাচাং বাড়িতে নৈশভোজ করার প্রস্তুতিকালে একদল সন্ত্রাসী তাকে গুলি করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে আহতাবস্থায় উদ্ধার করে প্রথমে পার্শ্ববর্তী বান্দরবান জেলার রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। পরে তাকে উন্নত চিকিৎসা দিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে তিনি মারা যান। ঘটনার দিন তার হাত ও পায়ে গুলি লেগেছিল।  

নিহত চেয়ারম্যান আতুমং মারমা অনিবন্ধিত পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দল সন্তু লারমার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কর্মী ছিলেন।

বাংলাদেশ সময়: ০৮৫৭ ঘণ্টা, মে ৩১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।