ঢাকা, বৃহস্পতিবার, ৪ পৌষ ১৪৩১, ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরগুনায় রিমালের তাণ্ডবে ২২১ প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত

জাহিদুল ইসলাম মেহেদী, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, মে ৩১, ২০২৪
বরগুনায় রিমালের তাণ্ডবে ২২১ প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত

বরগুনা: বরগুনা জেলায় প্রাথমিক বিদ্যালয় রয়েছে মোট ৭৯৯টি। এর মধ্যে রিমালের তাণ্ডবে ২২১টি বিদ্যালয়ের কোনোটির চালা নাই, কোনোটির গ্লাস নাই, কোনোটির দরজা-জানালা ভাঙা।

ক্ষতিগ্রস্ত বিদ্যালয়ের তালিকা- বরগুনা সদরে ২২৮ স্কুলের মধ্যে ৫৬টি, আমতলীর ১৫২টার মধ্যে ১০টি, পাথরঘাটার ১৪৯টির মধ্যে ১৮টি, তালতলীর ৭৯টির মধ্যে ২৫টি, বেতাগী ১২৯টির মধ্যে ২৫টি ও বামনার ৬২টির মধ্যে ১০টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে।  

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মুকিদ মোল্লা বলেন, স্থানীয়ভাবে যেখানে যেভাবে সম্ভব উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে সুষ্ঠু সমাধান করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, মে ৩১, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।