ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আষাঢ় ১৪৩১, ২৭ জুন ২০২৪, ১৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

ঘূর্ণিঝড় রিমাল: বরগুনায় সাড়ে ৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত

জাহিদুল ইসলাম মেহেদী, ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৯ ঘণ্টা, জুন ১, ২০২৪
ঘূর্ণিঝড় রিমাল: বরগুনায় সাড়ে ৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত

বরগুনা: ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বরগুনায় একজন নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছেন পাঁচ লাখ ৫০ হাজার মানুষ।

এছাড়া বেড়িবাঁধ, মৎস্য, কৃষি, টিউবওয়েল, স্বাস্থ্যসম্মত টয়লেট, শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক ও বিদ্যুৎ খাতে ব্যাপক ক্ষতি হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শনের অংশ হিসেবে বরগুনায় পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি সফরে আসার কথা রয়েছে।

বরগুনা জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসের তথ্য মতে, জেলায় ঘূর্ণিঝড়ে একজনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন পাঁচ লাখ ৫০ হাজার মানুষ। ১২ কিলোমিটার বেড়িবাঁধ বিধ্বস্ত। দুই শত ২১ সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ১৬৪০৮টি ঘরবাড়ি বিধ্বস্ত, ১৫ হাজার ১৭০টি টিউবওয়েল ক্ষতিগ্রস্ত হয়েছে, স্বাস্থ্যসম্মত টয়লেট ক্ষতিগ্রস্ত হয়েছ সাত হাজার ৬৩০টির মতো।  

এছাড়া কৃষি ও মৎস্য খাতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৫০ কোটি টাকা। এদিকে ঘূর্ণিঝড় রিমাল মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ৩৫ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। যা উপজেলা পর্যায়ে বাস্তবায়ন করছেন উপজেলা নির্বাহী অফিসার।

বরগুনা জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। পুরো বিষয়টি জেলা প্রশাসন সমন্বয় করছে।

বাংলাদেশ সময়: ০৮৪৯ ঘণ্টা, জুন ১, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।