নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ জুন) বিকেলে ওই নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
নির্বাচনে আবু-বিন আজাদ রতন (যায়যায়দিন সম্পাদক সৈয়দপুর বার্তা) সভাপতি ও ভোরের কাগজের প্রতিনিধি জিকরুল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচন শেষে ভোট গণনার পর ফলাফল ঘোষণা করেন প্রিসাইডিং অফিসারের পক্ষে সহকারী প্রিসাইডিং অফিসার মো. আব্দুল আজিজ।
নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি পদে দৈনিক ইনকিলাবের নজির হোসেন নজু (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সহ-সাধারণ সম্পাদক পদে আনোয়ার হোসেন (খবরপত্র), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হীরা শর্মা (উত্তরবাংলা), কোষাধ্যক্ষ পদে গোপাল চন্দ্র রায় (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), দপ্তর সম্পাদক পদে মিজানুর রহমান মিলন ও কার্যকরী সদস্য পদে কাজী জাহিদ (সংবাদ), মকসুদ আলম (সম্পাদক নীলফামারী চিত্র), সাদিকুল ইসলাম (নাগরিক টিভি) ও নজরুল ইসলাম (সময়ের আলো)।
এই নির্বাচনে মোট ৩১ জন ভোটারের মধ্যে ২৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।
অনেক আলোচনা-সমালোচনার প্রেস ক্লাবের এই নির্বাচনে ধারাবাহিকতা সৃষ্টি হলো মনে করেন সৈয়দপুরের কর্মরত সাংবাদিকরা।
সৈয়দপুর প্রেস ক্লাবের নব-নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য সিদ্দিকুল আলম, সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান, সৈয়দপুর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান রিয়াদ আরফান সরকার রানা, ভাইস চেয়ারম্যান মহসিন আলী মণ্ডল মিঠু, নীলফামারী প্রেস ক্লাবের সভাপতি মঞ্জুরুল আলম সিয়াম, সাধারণ সম্পাদক নূর আলম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জুন ০১, ২০২৪
এসআরএস