ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খুলনায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, জুন ৬, ২০২৪
খুলনায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

খুলনা: শাওন তালুকদার (২৪) নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। কেন এ হত্যা এ ব্যপারে কিছু জানে না পুলিশ।

বুধবার (৫ জুন) রাতের কোনো এক সময় খুলনার জোড়াগেট এলাকায় এ ঘটনা ঘটে।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গত রাতে ঘটনাটি ঘটেছে। কে বা কারা শাওনকে হত্যা করেছে বিষয়টি এখনও স্পষ্ট নয়।

মরদেহ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া চলমান। কিছু জানা গেলে পরবর্তীতে জানানো হবে বলেও উল্লেখ করেন ওসি আনোয়ার।    

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাওন জোড়াগেটে বিস্কুট ফ্যাক্টরিতে কাজ করতেন। পূর্ব শত্রুতার জের ধরে খালিশপুরের জোড়াগেটে মঈনের দোকানের সামনে দুর্বৃত্তরা তার ওপর হামলা করে। শাওনের বুকের বাঁ পাশে তিনটি স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। স্থানীয়রা শাওনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে পরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, জুন ৬, ২০২৪
এমআরএম/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।