ঢাকা, বুধবার, ১৩ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

দোহারে ৫২ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, জুন ৭, ২০২৪
দোহারে ৫২ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

নবাবগঞ্জ (ঢাকা): জেলার দোহার উপজেলায় ৫২ কেজি গাঁজাসহ সোনিয়া (৩৫) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০ এর সদস্যরা।

শুক্রবার (০৭ জুন) সকালে ৭ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (০৬ জুন) দিনগত রাত আড়াইটার দিকে দোহারের ঘাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-১০ জানায়, মাদকের একটি বড় চালান আসছে এমন গোপনে তথ্য পেয়ে দোহার ঘাটা এলাকায় অবস্থান নেয় র‌্যাব। সেখানে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি সোনিয়াকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

পরে র‌্যাবের ব্যাপক জিজ্ঞাসাবাদে সোনিয়া জানায় তার নিজ ভাড়া-করা বাসার কক্ষের সামনে থাকা মাইক্রোবাসে আরও গাঁজা আছে বলে জানান। এরপর তার দেওয়া তথ্য অনুসারে র‌্যাব মাইক্রোবাসের সিটের নিচে থেকে আরও ৪২ কেজি গাঁজা জব্দ করে। তার কাছে পাওয়া এসব গাঁজার বর্তমান বাজার মূল্য প্রায় ১৫ লাখ টাকা।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ জানান, সোনিয়াকে থানায় হস্তান্তর করেছে র‌্যাব-১০। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। শুক্রবার (০৭ জুন) সকালে ৭ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, জুন ০৭, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।