ঢাকা, মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩১, ১০ ডিসেম্বর ২০২৪, ০৭ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে পরিবহনে চাঁদাবাজির অভিযোগে আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, জুন ১১, ২০২৪
নীলফামারীতে পরিবহনে চাঁদাবাজির অভিযোগে আটক ৪

নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জে পরিবহনে চাঁদাবাজির অভিযোগে চারজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।  

সোমবার (১০ জুন) রাতে উপজেলার মাগুড়া ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

আটকরা হলেন- মাগুড়া নদীরপার এলাকার মৃত জয়নার আবেদীনের ছেলে খায়রুল ইসলাম (৪০), মাগুড়া আকালীবেচা পাড়া গ্রামের মৃত আজিজুল ইসলামের ছেলে ইয়াকুব আলী (৪০), মাগুড়া নদীরপাড় এলাকার মৃত জয়নার আবেদীনের ছেলে রশিদুল ইসলাম (৪৮) ও একই এলাকার মৃত জয়নার আবেদীনের ছেলে শুকারু (৫৫)।

মঙ্গলবার (১১ জুন) নীলফামারী র‍্যাব-১৩ সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে রাস্তায় চলন্ত বাস, ট্রাক, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন আটকিয়ে চাঁদা আদায় করতেন ওই আটকরা। চাঁদা না দিলে গাড়ি চালকদের মারধরসহ বিভিন্নভাবে ভয় দেখানো হতো। এমন অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে র‍্যাব তাদের আটক করে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জুন ১১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।