ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বায়তুল মোকাররম মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪১ ঘণ্টা, জুন ১৭, ২০২৪
বায়তুল মোকাররম মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

ঢাকা: সারাদেশে আজ উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। ঈদুল আজহা উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে।

 

প্রতিবছরের মতো এবারও এ মসজিদে ঈদুল আজহার পাঁচটি জামাত অনুষ্ঠিত হচ্ছে। প্রথম জামাতে মসজিদের ভেতরে ও বাইরে কয়েক হাজার মুসল্লি অংশ নেন।

সোমবার (১৭ জুন) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৭টায় বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হকের ইমামতির মাধ্যমে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়।  

প্রথম জামাতে মুকাব্বির হিসেবে ছিলেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের মুয়াজ্জিন (অব:) হাফেজ কারি মো. আতাউর রহমান।


এদিকে সকাল সোয়া ৬টার দিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে গিয়ে দেখা যায়, ঈদুল আজহা উপলক্ষে নতুন পাঞ্জাবি-পায়জামা পরে রাজধানীর বিভিন্ন স্থান থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের নামাজ আদায় করার জন্য আসছেন মুসল্লিরা।

কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে লাইন ধরে মসজিদের ভেতরে প্রবেশ করেন মুসল্লিরা। মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিপুল সংখ্যক সদস্যকে পল্টন, দৈনিক বাংলাসহ বায়তুল মোকাররমের আশেপাশের এলাকায় সতর্ক অবস্থায় থাকতে দেখা যায়।  

সকল বিদ্বেষ, ধনী-গরিবের ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেন মুসল্লিরা। নামায শেষে অনুষ্ঠিত হয় ঈদের বিশেষ খুতবা। এরপর অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত। এ মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। মোনাজাতে সারা বিশ্বের মুসলিম উম্মাহসহ সব মানুষের গুনাহ মাফ চেয়ে দোয়া কামনা করা হয়। সব বিপদ থেকে দেশকে হেফাজতের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।


নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলির পাশাপাশি একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

বায়তুল মোকাররমে নামাজ আদায় করতে আসা ফকিরাপুলের বাসিন্দা আল আমিন হোসেন বাংলানিউজকে বলেন, ঢাকায় ঈদে থাকা হলে সব সময় বায়তুল মোকাররমে ঈদের নামাজ আদায় করা হয়। ছোটবেলায় বাবার সঙ্গে বায়তুল মোকাররমে আসা হতো। এখন ছেলেকে নিয়ে আসি। নামাজ শেষ করে যাবার পরই গরু কোরবানি দেব। শুনেছি আজ বৃষ্টি হতে পারে, তাই যত দ্রুত গরু কাটা শেষ করা যায়, ততো ভালো হবে।  

এ জামাত ছাড়াও বায়তুল মোকাররমে ঈদের আরও চারটি জামাত পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় জামাত সকাল ৮টায়। তৃতীয় জামাত সকাল ৯টায়। চতুর্থ ঈদ জামাত হবে সকাল ১০টায়। পঞ্চম জামাত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে।

পাঁচটি জামাতের কোনোটিতে কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন হাইকোর্ট মাজার মসজিদের ইমাম হাফেজ মো. আশরাফুল ইসলাম।

আল্লাহর সন্তুষ্টির জন্য হজরত ইবরাহিমের (আ.) সর্বোচ্চ ত্যাগ স্বীকারের অনুপম আদর্শ অনুসরণ করে জিলহজ মাসের ১০ তারিখে সারা বিশ্বের মুসলমানরা এ ঈদে পশু কোরবানি করেন। কোরবানিই ঈদুল আজহার প্রধান আনুষ্ঠানিকতা।

বাংলাদেশ সময়: ০৭৩৮ ঘণ্টা, জুন ১৭, ২০২৪
ইএসএস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।