ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জীবননগরে মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, জুন ১৭, ২০২৪
জীবননগরে মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তি নিহত প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগরে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় শুকুর আলী হালসানা (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

সোমবার (১৭ জুন) দুপুরে জীবননগর-চ্যাংখালি সড়কের পিচমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত শুকুর আলী জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের মৃত সাত্তার হালসানার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মসজিদ থেকে নামাজ পড়া শেষে হেঁটে বাড়ি ফিরছিলেন শুকুর আলী। এ সময় চ্যাংখালি সড়কের পিচমোড়ে এলে পেছন থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে শুকুর আলী ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শুকুর হালসানাকে মৃত ঘোষণা করেন।

জীবননগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) একরাম হোসেন জানান, মোটরসাইকেলের ধাক্কায় একজন নিহত হয়েছেন। সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের হতে পারে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জুন ১৭, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।