ঢাকা, বৃহস্পতিবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৭ জুন ২০২৪, ১৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

উত্তর সিটিতে ঈদের দ্বিতীয় দিনে দেওয়া কোরবানির সব বর্জ্য অপসারণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, জুন ১৮, ২০২৪
উত্তর সিটিতে ঈদের দ্বিতীয় দিনে দেওয়া কোরবানির সব বর্জ্য অপসারণ

ঢাকা: ঈদের দ্বিতীয় দিনে নগরবাসীর দেওয়া কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

মঙ্গলবার (১৮ জুন) বিকেল সোয়া ৫টায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (১৮ জুন) ঈদের দ্বিতীয় দিন বিকাল পাঁচটা পর্যন্ত ৯২৭ ট্রিপে মোট ৪ হাজার ৯ মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়।

উল্লেখ্য, এর আগে ঈদের দিন দুপুর ২টা থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করে রাত ৮টায় নির্ধারিত ৬ ঘণ্টায় সবগুলো ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ করে ডিএনসিসি। ডিএনসিসির সবগুলো ওয়ার্ড থেকে ঈদের দিন রাত ৮টা পর্যন্ত ২ হাজার ১০১ ট্রিপে প্রায় ১০ হাজার ৩৭৪ মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, জুন ১৮, ২০২৪
এসসি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ