ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় দাদাকে পিটিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪
গাইবান্ধায় দাদাকে পিটিয়ে হত্যা

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে পারিবারিক কলহের জের ধরে আব্দুল খালেক ভোলা (৭০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে নাতি ও নাতবউয়ের বিরুদ্ধে।  

এ ঘটনায় ভোলার নাতি আলম মিয়া (৩৫) ও আলমের স্ত্রী রেখা বেগমকে (৩০) আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনগণ।

 

রোববার (২০ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ কাঠগড়া গ্রামে ঘটনা ঘটে।  

নিহত আব্দুল খালেক ভোলা বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ কাঠগড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে দাদা আব্দুল খালেকের সঙ্গে নাতি আলম মিয়ান বিরোধ চলছিল। ফলে প্রায়ই তাদেব মধ্যে ঝগড়া হতো। রোববার রাতে বাড়িতে নিজের বাচ্চার মল দাদার বাড়ির উঠানে ফেলেন আলমের স্ত্রী রেখা। এ নিয়ে উভয়ের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে আলম ও তার স্ত্রী রেখা লাঠি দিয়ে আব্দুল খালেক ভোলার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এদিকে ঘটনার পর স্থানীয় লোকজন ও পরিবারের লোকজন আলম ও তার স্ত্রী রেখাকে আটকে রেখে পুলিশে খবর দেন।  

ঘটনার সত্যতা নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। সোমবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় অভিযুক্ত আলম ও তার স্ত্রী রেখাকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।