ঢাকা, বৃহস্পতিবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৭ জুন ২০২৪, ১৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের ধাক্কায় নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, জুন ১৮, ২০২৪
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের ধাক্কায় নিহত ২ প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। তারা মোটরসাইকেলে ছিলেন।

নিহতদের মধ্যে একজন নারী।

মঙ্গলবার (১৮ জুন) বিকেলে বন্দর উপজেলার লাঙ্গলবন্দ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছেন।

যিনি মোটরসাইকেল চালনা করছিলেন তার নাম অন্তর। তিনি জামালপুরের বাসিন্দা ছিলেন। নিহত নারীর নাম-পরিচয় জানা যায়নি।

কাঁচপুর হাইওয়ে থানার সার্জেন্ট এসএম সৌরিভ হোসেন জানান, নিহত যুবকের পরিচয়া পাওয়া গেছে। নারীর পরিচয় জানার চেষ্টা করছি। দুজনেরই বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে। পরিচয় শনাক্তে আমরা তথ্য প্রযুক্তি সহায়তা নিচ্ছি।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, বিকেল সোয়া তিনটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে মোটরসাইকেলটিকে যাত্রীবাহী বাসটি ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেলের চালক ও আরোহী ওই নারী। বাসটি শনাক্তের চেষ্টা চলছে। মামলার বিষয়টিও প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, জুন ১৮, ২০২৪
এমআরপি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ