ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

ডিএমপির নতুন ইউনিট ‘সাইবার ইন্টেলিজেন্স আ্যন্ড মিডিয়া মনিটরিং বিভাগ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২০ ঘণ্টা, জুন ২৬, ২০২৪
ডিএমপির নতুন ইউনিট ‘সাইবার ইন্টেলিজেন্স আ্যন্ড মিডিয়া মনিটরিং বিভাগ’

ঢাকা: অপরাধের ধরন পালটে বর্তমানে বেড়েছে সাইবার অপরাধ। আর এই অপরাধ নিয়ন্ত্রণে পুলিশও সক্ষমতা বৃদ্ধির চেষ্টা করছে৷ এরই ধারাবাহিকতায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন একটি ইউনিট গঠন করা হয়েছে।

নতুন এই ইউনিটের নাম দেওয়া হয়েছে ‘সাইবার ইন্টেলিজেন্স আ্যন্ড মিডিয়া মনিটরিং বিভাগ’। এতে  ইউনিট প্রধান হিসেবে যুগ্ম পুলিশ কমিশনার মো. শহিদুল্লাহকে পদায়ন করা হয়েছে।

বুধবার (২৬ জুন) ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।  

আদেশে আরও দুজনকে পদায়ন করা হয়েছে। তারা হলেন- আসমা সিদ্দিকা মিলিকে পিওএমের যুগ্ম পুলিশ কমিশনার ও ডিএমপির এসেস্ট বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. সাহেদ আল মাসুদকে ডিবি-ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে পদায়ন করা হয়।  

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও আদেশে উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়: ২৩২০ ঘণ্টা, জুন ২৬, ২০২৪
এসজেএ/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।