ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আষাঢ় ১৪৩১, ২৭ জুন ২০২৪, ১৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

পররাষ্ট্রমন্ত্রীকে মোহাম্মদ বিন সালমানের অভ্যর্থনা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, জুন ১৯, ২০২৪
পররাষ্ট্রমন্ত্রীকে মোহাম্মদ বিন সালমানের অভ্যর্থনা

ঢাকা: সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান আল সৌদ পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদকে অভ্যর্থনা জানিয়েছেন। বুধবার (১৯ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় এ তথ্য জানায়।



বার্তায় বলা হয়, পবিত্র হজের সময় সৌদি আরবের মীনা প্রাসাদে রাজকীয় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদকে অভ্যর্থনা জানান সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান আল সৌদ।

পবিত্র হজ পালনের লক্ষ্যে সৌদি আরবে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

১১ জুন সৌদি এয়ারলাইনসের ফ্লাইটে রওনা হওয়ার আগে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আল দুহাইলান মন্ত্রীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বিদায় জানান।  পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সহধর্মিণী নুরান ফাতেমা তার সঙ্গী হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, জুন ১৯, ২০২৪
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।