ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ বিশ্বে রোল মডেল: প্রতিমন্ত্রী মহিবুল  

সিনিয়র করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৪ ঘণ্টা, জুন ১৯, ২০২৪
দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ বিশ্বে রোল মডেল: প্রতিমন্ত্রী মহিবুল
 

সিলেট: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিবুর রহমান বলেছেন, দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ বিশ্বে রোল মডেল।
 
তিনি বলেন,  বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রী বিশ্বে প্রশংসিত হয়েছেন।

প্রধানমন্ত্রী সবসময় আপনাদের সঙ্গে আছেন এবং থাকবেন।
 
বুধবার (১৯ জুন) বিকেলে বন্যাকবলিত সিলেটের ওসমানীনগরের সাদিপুর ইউনিয়নে ত্রাণ বিতরণকালে তিনি আরও বলেন, সিলেটের বন্যা কবলিত মানুষের জন্য নগদ ৩০ লাখ টাকা, ৫০০ মেট্রিক টন চাল এবং পাঁচ হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। প্রয়োজন মতো আরও বরাদ্দ দেওয়া হবে।
 
সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের পরিচালনায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল  হাসান, সিলেটের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনসহ অনেকে।
 
প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, বন্যাকবলিতরা তাদের যে কোনো প্রয়োজন প্রশাসনসহ জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রয়োজনে খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে।  

এসময় সাদিপুর ইউনিয়নের বন্যাকবলিত ৮০০ জনের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
 
বাংলাদেশ সময়: ২২৫৮ ঘণ্টা, জুন ১৯, ২০২৪
এনইউ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।