ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আষাঢ় ১৪৩১, ২৭ জুন ২০২৪, ১৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

ভারতীয় সহকারী হাইকমিশনের আয়োজনে যোগ দিবস পালন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, জুন ২১, ২০২৪
ভারতীয় সহকারী হাইকমিশনের আয়োজনে যোগ দিবস পালন

রাজশাহী: রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়েছে। শুক্রবার (২১ জুন) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ যোগ দিবস পালন করা হয়।

দিবসটি উপলক্ষে এদিন সকাল সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয় জিমনেসিয়ামে অনুষ্ঠিত হয় যোগচর্চা। সেখানে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার যোগ ব্যায়ামের গুরুত্ব এবং শারীরিক ও মানসিক সুস্থতার জন্য এর প্রয়োজনীয়তা উল্লেখ করে সেই সম্পর্কে বক্তব্য দেন।

এ সময় অন্যদের মধ্যে রাজশাহী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক শফিকুর রহমান ও রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার বক্তব্য দেন।

যোগচর্চায় রাবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, বিভিন্ন অনুষদের অধিকর্তা, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল প্রাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, জুন ২১, ২০২৪
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।