সিরাজগঞ্জ: যমুনা পাড়ের জেলা সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় প্রথমবারের মতো দেখা মিললো আলোচিত বিষধর সাপ রাসেলস ভাইপারের। গত তিনদিনে রাসেলস ভাইপারের তিনটি বাচ্চা ধরা পড়েছে।
সর্বশেষ মঙ্গলবার (২৫ জুন) রাতে উপজেলার জামতৈল গ্রামের সরকারি হাজী কোরপ আলী মেমোরিয়াল কলেজ মোড়ে একটি বাচ্চা ধরা পড়ে।
স্থানীয়রা জানায়, গত দুই দিন আগে রাসেলস ভাইপারের দুটি বাচ্চা মারা হয়েছ। আজকে আর একটা সাপ মারা হল। সাপের গঠন দেখে মনে হচ্ছে রাসেলস ভাইপার হবে। বিষধর এই সাপের বাচ্চা বের হওয়ায় মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। যেহেতু এটি বাচ্চা তাহলে অবশ্যই বাচ্চার মা এবং আরও বাচ্চা এলাকায় রয়েছে বলে সবাই ধারণা করছে।
স্থানীয় দোকানদার বুদ্ধ বলেন, আমরা প্রথমে এটাকে সাধারণ সাপ হিসেবেই মনে করেছি। গত সোমবার একটা বাচ্চাকে মেরে ফেলেছি। আজকে সন্ধ্যার পরেই দেখি বাচ্চাটা দোকানের সামনেই নড়াচড়া করছে তখন রাজা, জীবন, রাজ্জাক, মিঠু দেখে তারা বলে এটা রাসেল ভাইপার। পরে তারা সাপের বাচ্চাটিকে আটকায়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন সুলতানা বলেন, এখন পর্যন্ত আতঙ্কিত এলাকাগুলোর মধ্যে আমাদের এলাকার নাম ছিল না। যেহেতু এলাকায় রাসেলস ভাইপারের বাচ্চা ধরা পড়েছে তাই আমাদের সবাইকে এখন আরও সতর্ক ভাবে চলাফেরা করতে হবে।
বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, জুন ২৬, ২০২৪
এসএম