ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাজারে ঘুরে ঘুরে গাঁজা বেচতেন মোক্তার

অতিথি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, জুন ২৬, ২০২৪
বাজারে ঘুরে ঘুরে গাঁজা বেচতেন মোক্তার

সাভার (ঢাকা): ঢাকার ধামরাইয়ের একটি বাজারে ঘুরে ঘুরে গাঁজা বিক্রির সময় মোক্তার আলী ওরফে কালু (৫০) নামের এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

 

মঙ্গলবার (২৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে ধামরাইয়ের চৌহাট ইউনিয়নের চৌহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তার মুক্তার আলী ওরফে কালু চৌহাট গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য বাজারে ঘুরে ঘুরে বিক্রি করতেন।

বুধবার (২৬ জুন) সকালে মোক্তার আলীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।  

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে চৌহাটবাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় মোক্তার ওরফে কালু নামের ওই মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়।  এ সময় তার কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।  

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বাংলানিউজকে বলেন, গ্রেপ্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। আজ সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, জুন ২৬, ২০২৪
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।