ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

আদাবরে ঘুমের ওষুধ সেবন করে গৃহবধূর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, জুন ২৬, ২০২৪
আদাবরে ঘুমের ওষুধ সেবন করে গৃহবধূর মৃত্যু

ঢাকা: রাজধানীর আদাবর এলাকার একটি বাসায় অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করে ইপসিতা নাগ (২৮) নামে এক গৃহবধূ মারা গেছেন।

বুধবার (২৬ জুন) ভোরের দিকে আদাবর ৫ নম্বর রোডের সি ব্লকের বাসায় ঘটনাটি ঘটে।

পরে অচেতন অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে গৃহবধূর স্বামী বিপ্লব সরকার জানান, তারা আদাবর চন্দ্রিমা মডেল টাউনের ওই বাসায় স্ত্রী ও এক সন্তান নিয়ে ভাড়া থাকেন। তিনি নিজে ভাড়ায় প্রাইভেটকার চালায়। তার স্ত্রী ইপসিতা নাগ গৃহিণী। রাতে পাশাপাশি দুই রুমে ছিলাম। ভোরে তার স্ত্রী মোবাইলে মেসেজের মাধ্যমে জানায় সে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়েছে। পরে তাকে হাসপাতালে নিয়ে আসলে মারা যায়। তবে কি কারণে তার স্ত্রী ইপসিতা নাগ ঘুমের ওষুধ খেয়েছে তা জানাতে পারেনি। মৃত ইপসিতা নাগ টাঙ্গাইল জেলার বাসাইল থানার সৈদামপুর গ্রামের পিযুষ নাগের মেয়ে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের মর্গে রাখা হয়েছে। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জুন ২৬, ২০২৪
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।