ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০২ জুলাই ২০২৪, ২৪ জিলহজ ১৪৪৫

জাতীয়

ফুটবল খেলতে গিয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, জুন ২৯, ২০২৪
ফুটবল খেলতে গিয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

হবিগঞ্জ: জেলার আজমিরীগঞ্জ উপজেলায় ফুটবল খেলতে যাওয়া দুইটি শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে।

শনিবার (২৯ জুন) দুপুরে উপজেলার বদলপুর ইউনিয়নে এ ঘটনা ঘটেছে বলে বাংলানিউজকে জানান আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ।

মৃত শিশুরা হলো বদলপুর ইউনিয়নে মামুদপুর গ্রামের গোবিন্দ দাসের ছেলে প্রলয় দাস (৭) ও পাহাড়পুর গ্রামের রুবেল দাসের ছেলে সূর্য দাস (৬)।

ওসি জানান, গ্রামের মাঠে শিশুরা দলবেঁধে ফুটবল খেলছিল। এক পর্যায়ে সবাই মাঠের পাশের পুকুরের নেমে আবার ওঠে খেলতে যায়। তাদের মধ্যে সূর্য ও প্রলয় সাঁতার না জানায় আর উঠে আসতে পারেনি। পরে পানিতে তাদের মরদেহ ভেসে উঠে।

তিনি আরও জানান, শনিবার বিকেলে মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে পুলিশ। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, জুন ২৯, ২০২৪
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।