ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় বজ্রপাতে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, জুন ২৯, ২০২৪
কুষ্টিয়ায় বজ্রপাতে যুবকের মৃত্যু ফাইল ছবি

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর উপজেলায় বজ্রপাতে কহাজ্জেল হোসেন (১৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ জুন) দুপুরে উপজেলার মালিহাদ ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মালিহাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আকরাম হোসেন জানান, নিহত কহাজ্জেল মালিহাদ ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের রুহুল আমিনের ছেলে। এসএসসি পরীক্ষায় ফেল করায় তিনি মাঠে কৃষকের কাজ শুরু করেন। শনিবার দুপুরের দিকে গরুর জন্য ঘাস কাটতে বাড়ির কাছে মাঠে গেলে বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে আলমডাঙ্গার হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জুন ২৯, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।