ঢাকা, বৃহস্পতিবার, ২০ আষাঢ় ১৪৩১, ০৪ জুলাই ২০২৪, ২৬ জিলহজ ১৪৪৫

জাতীয়

সুরমায় নৌকাডুবি, শিশুসহ নিখোঁজ ৩

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, জুলাই ২, ২০২৪
সুরমায় নৌকাডুবি, শিশুসহ নিখোঁজ ৩

সিলেট: সিলেটের সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার আজমপুর এলাকায় সুরমা নদীতে নৌকা ডুবে শিশুসহ তিনজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ তিনজনই আজমপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা বলে জানা গেছে।

 

মঙ্গলবার (২ জুলাই) বেলা ১১টার দিকে ডিঙি নৌকায় সুরমা নদী পার হচ্ছিলেন তারা। এ সময় তীব্র স্রোতে নৌকা ডুবে এ দুর্ঘটনা ঘটে। নৌকার মাঝি সাঁতার কেটে তীরে আসতে পারলেও দুই নারী ও এক শিশু নিখোঁজ হয়।

নিখোঁজদের মধ্যে রয়েছেন দোয়ারাবাজার আদর্শগ্রাম আজমপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা গোল বিবি (৭০), জ্যোৎসা বেগম ৩০) ও তার এক বছরের শিশু সন্তান ময়না।  

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল হাসান বাংলানিউজকে জানান, দোয়ারাবাজারের সুরমার তীরবর্তী আদর্শ গ্রামের আজমপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা তারা। ঘটনার সময় হাতে চালিত ডিঙি নৌকায় নদী পার হচ্ছিলেন তারা। এমন সময় তীব্র স্রোতে নৌকাটি ডুবে যায়। এ সময় মাঝিসহ চারজনকে ভাসতে দেখে স্থানীয়রা নৌকা নিয়ে গিয়ে তাদের উদ্ধার করে। বাকি তিনজন এখনও নিখোঁজ রয়েছেন।

তিনি আরও জানান, নিখোঁজদের উদ্ধার তৎপরতায় ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা রয়েছে। দুপুর দেড়টা পর্যন্ত তাদের কোনো সন্ধান মেলেনি।

দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নেহের নিগার তনু সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, তীব্র স্রোতের কারণে নৌকাটি ডুবে যায়। নিখোঁজ তিনজনকে উদ্ধারের চেষ্টা চলছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, জুলাই ০২, ২০২৪, আপডেট: ১৩৫৮ ঘণ্টা
এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।