ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩১, ০৭ জুলাই ২০২৪, ২৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

কোটা ইস্যু

আন্দোলনে যোগ দিতে শিক্ষার্থীদের বাধা দিচ্ছে ছাত্রলীগ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, জুলাই ৪, ২০২৪
আন্দোলনে যোগ দিতে শিক্ষার্থীদের বাধা দিচ্ছে ছাত্রলীগ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): সরকারি চাকরিতে কোটা প্রথা পুনর্বহাল করে হাইকোর্টের দেওয়া রায়ের প্রতিবাদ এবং ২০১৮ সালের পরিপত্র বহালের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বৃষ্টিতে ভিজেই তারা অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

ঢাবির বিভিন্ন হল থেকে যারা আন্দোলনে যোগ দিতে চাচ্ছেন তাদের বাধা দিচ্ছে ছাত্রলীগ।

বৃহস্পতিবার (৪ জুলাই) বেলা ১১টার পর থেকে বিভিন্ন হল থেকে এ খবর পাওয়া গেছে। হলের শিক্ষার্থীরা বলছেন, আমরা আন্দোলনে যেতে পারছি না। আমাদের কোটা আন্দোলনে যেতে বাধা দিচ্ছে ছাত্রলীগ।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্যসেন হলের মূল ফটকে তালা দিয়ে রেখেছে ছাত্রলীগ। এতে আন্দোলনে যোগ দিতে চাওয়া শতাধিক শিক্ষার্থী হলের ভেতর আটকে পড়েন। পরে শিক্ষার্থীদের তোপের মুখে তালা খুলে দেওয়া হয়।

এছাড়া কবি জসীম উদ্দীন হল, বিজয় একাত্তর হলে ফটকে ছাত্রলীগের পদপ্রত্যাশীরা অবস্থান নিয়েছেন। তারা শিক্ষার্থীদের আন্দোলনে যেতে ছাত্রলীগ বাধা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

একই সময়ে শিক্ষার্থীদের মধুর ক্যান্টিনে প্রোগ্রামে নিয়ে যেতে দেখা গেছে। ছাত্রলীগের বিভিন্ন হলের গ্রুপে শিক্ষার্থীদের মধুর ক্যান্টিনে আসার নির্দেশ দেওয়ার ছবি এই প্রতিবেদকের হাতে এসেছে।

শিক্ষার্থীরা জানান, হল গেটে তালা দেওয়ার নেতৃত্বে ছিলেন হল ছাত্রলীগের সহ-সভাপতি মনির হোসাইন, হল ছাত্রলীগের সহ-সভাপতি মাহফুজুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তাওহীদ জামান ওভি, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ খান শৈশব, হল ছাত্রলীগের সাহিত্য সম্পাদক আরিফুর রহমান যুবরাজসহ আরও অনেকে।

নাম না প্রকাশের শর্তে এক শিক্ষার্থী বলেন, আমরা আমাদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে যেতে চাচ্ছি। কারও ক্ষতি করতে তো যাচ্ছি না। তবুও ছাত্রলীগ আমাদেরকে নানাভাবে বাধা দিচ্ছে।

এ বিষয়ে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বাংলানিউজকে বলেন, আমাদের কোনো নেতাকর্মী শিক্ষার্থীদের বাধা দেয়নি। এটি একটি আইনি প্রক্রিয়া। আইনগতভাবে এর সমাধান হবে। এখানে কাউকে বাধা দেওয়ার তো প্রশ্ন আসে না।

এ বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জাকির হোসেন ভূঁইয়াকে একাধিকবার কল করা হলেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, জুলাই ৪, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।