ঢাকা, রবিবার, ২৩ আষাঢ় ১৪৩১, ০৭ জুলাই ২০২৪, ২৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

এনা বাসের চাকায় পিষ্ট তরুণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫২ ঘণ্টা, জুলাই ৪, ২০২৪
এনা বাসের চাকায় পিষ্ট তরুণ ফাইল ফটো

ঢাকা: রাজধানীর বিমানবন্দর এলাকায় যাত্রীবাহী এনা পরিবহনের চাকায় পিষ্ট হয়েছেন আলিফ হাসান (২৫) নামের এক মোটরসাইকেল চালক। নিহতের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।



বৃহস্পতিবার (৪ জুলাই) রাত পৌনে ৯টার দিকে বিমানবন্দরের থার্ড টার্মিনালের সামনের এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুখে এ দুর্ঘটনা ঘটে।

বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন শিকদার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ওই এক্সপ্রেসওয়ের মুখে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন আলিফ হাসান নামের এক মোটরসাইকেল চালক। এ সময় এনা পরিবহন তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের বাড়ি গাইবান্ধার সদর উপজেলায়। ধারণা করা হচ্ছে, তিনি পাঠাও চালক হতে পারেন।  যাত্রীবাহী এনা পরিবহন জব্দ করা হয়েছে পাশাপাশি মরদেহ পুলিশ হেফাজতে আছে। আইনানুযায়ী ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ২২৫২ ঘণ্টা, জুলাই ০৪, ২০২৪
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।