ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কাভার্ডভ্যানের ধাক্কায় অন্তঃসত্ত্বা বোনসহ ভাইয়ের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, জুলাই ৫, ২০২৪
কাভার্ডভ্যানের ধাক্কায় অন্তঃসত্ত্বা বোনসহ ভাইয়ের মৃত্যু

নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশা আরোহী ভাই-বোনের মৃত্যু হয়েছে।  

শুক্রবার (৫ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার চৌরাস্তা-সোনাইমুড়ী আঞ্চলিক মহাসড়কের বগাদিয়া উত্তর ব্রিজ সংলগ্ন মদিনা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. ইয়াছিন (১৭) ও বিউটি আক্তার (২৪) উপজেলার বজরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বগাদিয়া গ্রামের মৃত বশির উল্যার ছেলে-মেয়ে। তবে বিউটি আক্তার অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে বিউটি আক্তার তার ছোট ভাই ইয়াছিনকে নিয়ে ডাক্তার দেখাতে উপজেলার সোনাইমুড়ী বাজারে যান। পরে দুপুর ১টার দিকে ডাক্তার দেখিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে তারা বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করেন।  

পথে মধ্যে অটোরিকশাটি চৌরাস্তা-সোনাইমুড়ী আঞ্চলিক মহাসড়কের বগাদিয়া উত্তর ব্রিজ সংলগ্ন পৌঁছে ইউটার্ন নিতে ছিল। এসময় বেগমগঞ্জগামী বেপরোয়া গতির একটি কাভার্ডভ্যান তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই ভাই-বোনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।    

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, কুমিল্লা থেকে বেগমগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান অটোরিকশাটিকে  ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভাই-বোনের মৃত্যু হয়। কাভার্ডভ্যান ও অটোরিকশা জব্দ করা গেলেও ঘাতক চালকরা পালিয়ে যান। এঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, জুলাই ৫, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।