ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সেই দুর্ধর্ষ সামেদ আলী গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, জুলাই ৬, ২০২৪
সেই দুর্ধর্ষ সামেদ আলী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লার আকবর নগরের সেই দুর্ধর্ষ সামেদ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৬ জুলাই) বিকেলে ফতুল্লার ভুইগড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম জানান, একটি প্রতারণা মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টসহ আরো ৯টি মামলায় সামেদ আলীর বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে।  

জানা যায়, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের আকবরনগর গ্রাম। এ গ্রামে ইটখোলায় চাঁদাবাজি ও জমি দখলের প্রভাব নিয়ে রহিম হাজি ও সামেদ আলীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এতে মুখোমুখি দুই গ্রুপের টেঁটাযুদ্ধে এ পর্যন্ত একাধিক লোকজন নিহত ও আহত হয়েছে। অনেকের বাড়ি ঘর ভাঙচুর করে আসবাবপত্র লুট করা হয়েছে। তাদের এ সংঘর্ষের আতঙ্কে কয়েক গ্রামের মানুষ বাড়ি ঘর ছেড়ে অন্যত্রে বসবাস করতেন। তাদের সংঘর্ষ থামাতে পুলিশকে শত রাউন্ড গুলি ছুড়তে হতো। দীর্ঘদিন ধরে চেষ্টা করেও রহিম হাজি ও সামেদ আলীকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, জুলাই ৬, ২০২৪
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।