ঢাকা, সোমবার, ২৬ কার্তিক ১৪৩১, ১১ নভেম্বর ২০২৪, ০৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পিকআপের ধাক্কায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২৪
পিকআপের ধাক্কায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার এসআই কাজী আতিকুর রহমান

সিলেট: সিলেটে পিকআপভ্যানের ধাক্কায় সড়কে প্রাণ হারালেন কাজী আতিকুর রহমানের (৩৬) নামে এক পুলিশ কর্মকর্তা। তিনি  ইন্ডাস্ট্রিয়াল পুলিশের উপ পরিদর্শক (এসআই) হিসেবে সিলেট অঞ্চলে কর্মরত ছিলেন।

এ ঘটনায় তার সঙ্গীয় আরেক পুলিশ সদস্য আহত হয়েছেন।

শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যা রাতে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের সালুটিকর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, একটি মোটরসাইকেলযোগে গোয়াইনঘাট থানায় কাজ শেষ করে নগরে ফিরছিলেন আতিকুর রহমান। পথে ঘটনাস্থলে তার ব্যবহৃত মোটরসাইকেলে ধাক্কা দেয় বেপরোয়া গতিতে চালানো পিকআপভ্যান। এতে গুরুতর আহত হন ওই পুলিশ কর্মকর্তা। স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  
 
উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ঘটনার পর পিকআপটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। এছাড়া নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আজ মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২৪
এনইউ/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।