ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় বাড়ছে নদ-নদীর পানি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, জুলাই ৭, ২০২৪
নওগাঁয় বাড়ছে নদ-নদীর পানি

নওগাঁ: উজান থেকে নেমে আসা পানি ও কয়েকদিনের অতিরিক্ত বৃষ্টিপাতে বাড়তে শুরু করেছে নওগাঁর নদ-নদীর পানি।

রোববার (৭ জুলাই) দুপুরে নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্যমতে গত এক সপ্তাহে ছোট যমুনা ও আত্রাই নদীর পানি বাড়ছে।

নওগাঁ পাউবোর তথ্য অনুযায়ী রোববার সকাল ৯টার দিকে ছোট যমুনা নদীর শহরের লিটন ব্রিজ পয়েন্ট ১৩ দশমিক ৫০ সেন্টিমিটার অর্থাৎ বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।  

অন্যদিকে, আত্রাই নদীর শিমুলতলী অংশ ১৯ দশমিক ৩২ সেন্টিমিটার অর্থাৎ বিপৎসীমার ২ দশমিক ২০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়া নদীর তীরবর্তী বসবাসরত পরিবারগুলোকে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা চালাচ্ছে নওগাঁ জেলা প্রশাসক (ডিসি) ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জুলাই ০৭, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।