ঢাকা, রবিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় আরোহীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, জুলাই ১০, ২০২৪
চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় আরোহীর মৃত্যু প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে হাদী-উর-রহমান হৃত্তিক (৩০) নামে এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন জনি আহমেদ (৩০) নামে আরেক আরোহী।

 

মঙ্গলবার (৯ জুলাই) রাত ৩টার দিকে দর্শনা থানার বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত হাদিউর রহমান তিতুদহ ইউনিয়নের বলদিয়া গ্রামের বিশ্বাস পাড়ার শান্তি বিশ্বাসের ছেলে। আহত জনি একই ইউনিয়নের বড়শলুয়া গ্রামের দাসপাড়ার আব্দুল জলিলের ছেলে।

স্থানীয়রা জানান, হৃত্তিক ও জনি দুই বন্ধু মঙ্গলবার রাতে বাড়ি ফিরছিলেন। পথে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে দুজনই গুরুতর আহন হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক হৃত্তিককে মৃত ঘোষণা করেন।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জুলাই ১০, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ