বাগেরহাট: সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে পুণ্যস্নানের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাস উৎসব শেষ হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) ভোরে সূর্যোদয়ের আগে জোয়ারের পানিতে পুণ্যস্নান করার মধ্য দিয়ে এই উৎসবের ইতি টানেন পুণ্যার্থীরা।
এর আগে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেড়শ বছরের পুরানো এই রাস উৎসব শুরু হয়।
এদিন সকাল থেকেই সারাদেশ থেকে সনাতন ধর্মাবলম্বীরা লঞ্চ, ট্রলার ও নৌকায় করে দুবলার চরে আসতে থাকেন। সন্ধ্যায় পূজা, আর্চনা করেন। শুক্রবার (১৫ নভেম্বর) মূল পূজা এবং মানত পরিশোধ করেন পুণ্যার্থীরা।
রাস উৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ বসু সন্তু বলেন, এবারের উৎসবে হাজার হাজার সনাতন ধর্মাবলম্বীরা এসেছিলেন। পূণ্যস্নানের মাধ্যমে রাস পূজার আনুষ্ঠানিকতা শেষ করেছি আমরা। এরপরেই লঞ্চ, ট্রলার ও নৌকায় করে পুণ্যার্থীরা গন্তব্যে ফিরেছেন।
সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করিম বলেন, খুবই শান্তিপূর্ণভাবে আমরা রাস উৎসব শেষ করেছি। সনাতন ধর্মাবলম্বীরা তাদের মতো করে নিয়ম মেনে পূজা অর্চনা ও পুণ্যস্নান করেছেন। স্নান শেষে দ্রুত তারা দুবলার চর ছেড়েছেন।
বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৪
আরএ