ঢাকা, বুধবার, ৩ আশ্বিন ১৪৩১, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আম বোঝাই ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিশুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, জুলাই ১০, ২০২৪
আম বোঝাই ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিশুর

বরিশাল: উজিরপুরে মায়ের সঙ্গে ওষুধ কিনতে বের হয়েছিল শাহাদাত হোসেন ফরাজী (৮)। কিন্তু প্রাণ নিয়ে বাড়ি ফিরতে পারল না সে।

আম বোঝাই এক ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে তার।

বুধবার (১০ জুলাই) দুপুর ১২টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের জয়শ্রী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শাহাদাত উজিরপুর উপজেলার ভরসাকাঠি গ্রামের বাসিন্দা সোহাগ ফরাজীর ছেলে।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহমেদ বলেন, ওষুধ কিনতে বের হয়েছিলেন শাহাদাতের মা কাজল বেগম। সঙ্গে ছেলেকে নিয়ে আসেন। বরিশাল-ঢাকা মহাসড়কের জয়শ্রী বাসষ্ট্যান্ড এলাকায় এসে রাস্তা পার হচ্ছিলেন তারা। এ সময় বরিশালগামী আম বোঝাই একটি ট্রাক শাহাদাতকে ধাক্কা দেয়। শিশুটি রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

ওসি জানান, ঘটনাস্থল থেকে কিছু দূরে ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। আইনি ব্যবস্থা নিতে শাহাদাতের মরদেহসহ ট্রাক ও চালককে গৌরনদী হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা বলেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জুলাই ১০, ২০২৪
এমএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।