ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জমি নিয়ে বিরোধ, সালিশে মীমাংসা না হওয়ায় ‘আত্মহত্যা’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৪
জমি নিয়ে বিরোধ, সালিশে মীমাংসা না হওয়ায় ‘আত্মহত্যা’

সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলায় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে কয়েকবার সমাধান করার চেষ্টা করা হয়। পরে সালিশি বৈঠক বসান ভুক্তভোগী বেদের সানা (৬৫)।

কিন্তু তাতেও মীমাংসা না হওয়ায় তিনি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

সোমবার (১৫ জুলাই) ভোরে উপজেলায় কাকবাসিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সানা আশাশুনি উপজেলায় কাকবাসিয়া গ্রামের বাসিন্দা।

নিহতের সেজ ছেলে সাইফুল ইসলাম সানা ও ছোট ছেলে বাচ্চু সানা জানান, জমির রেওয়াজ নিয়ে প্রতিবেশী রেজাউল মেম্বার, রুহুল আমিন সানা ও বাবু সানাদের সঙ্গে তাদের বিরোধ চলে আসছিল। বিষয়টি মীমাংসা লক্ষ্যে রোববার স্থানীয় চেয়ারম্যান-মেম্বারদের উপস্থিতিতে সালিশ বৈঠক হয়। কিন্তু তাতেও নিষ্পত্তি হয়নি। পরে ভোরে বারান্দায় তাদের বাবার ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা।

সানার পরিবারের দাবি জমি নিয়ে বিরোধ নিষ্পত্তি না হওয়ায় অভিমানে তিনি আত্মহত্যার করেছেন।

আশাশুনি থানার উপপরিদর্শক (এসআই) পিয়াস জানান, বেদের সানার মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।