ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টোল প্লাজায় আগুন নেভাতে যেতে পারেনি ফায়ার সার্ভিস

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৫ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৪
টোল প্লাজায় আগুন নেভাতে যেতে পারেনি ফায়ার সার্ভিস

ঢাকা: রাজধানীর শনির আখড়ায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।  

সেখানে সড়কে টায়ার জ্বালিয়ে আগুন দেওয়া হয়েছে।

মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায়ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

তবে ঘটনাস্থল পর্যন্ত যেতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা। তারা বলছেন, সড়কে থাকা জনতার কারণে বাধাপ্রাপ্ত হয়েছেন তারা।  

বুধবার (১৭ জানুয়ারি) রাত সোয়া ১১টার দিকে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রাকিবুল হাসান এসব জানান।

তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার আগুনের খবর পাওয়া যায়। সেখানেও ইউনিট পাঠালে সড়কে থাকা লোকজন আগুন নেভাতে দেননি।  

যেসব সড়কে টায়ার জ্বালিয়ে আগুন ধরানো হয়েছে সেসব সড়কেও বাধাপ্রাপ্ত হয়ে যেতে পারেনি ফায়ার সার্ভিস।  

বাংলাদেশ সময়: ০০৩৯ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৪
এজেডএস/আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।