ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধু সেতু দিয়ে ১২ ঘণ্টায় ৭ হাজার ২৭৭ গাড়ি পারাপার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৪
বঙ্গবন্ধু সেতু দিয়ে ১২ ঘণ্টায় ৭ হাজার ২৭৭ গাড়ি পারাপার

টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের সংখ্যা বেড়েছে। বিভিন্ন পণ্যবাহী ট্রাকের পাশাপাশি ব্যক্তিগত যানবাহন, মোটরসাইকেল ছাড়াও দূরপাল্লার বাস চলাচল করতে দেখা গেছে।

 

যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশকে টহল দিতে দেখা গেছে। এছাড়া মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী বাসে তল্লাশি করতে দেখা গেছে।

সেতু কর্তৃপক্ষ বলছে, মঙ্গলবার (২৩ জুলাই) রাত ১২টা থেকে বুধবার দুপুর ১২টা পর্যন্ত ৭ হাজার ২৭৭টি যানবাহন সেতু পার হয়েছে।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, গত কয়েকদিনের তুলনায় মঙ্গলবার রাত থেকে মহাসড়কে যানবাহনের সংখ্যা বেড়েছে। মঙ্গলবার রাত ১২টা থেকে গত ১২ ঘণ্টায় সাত হাজার ২৭৭টি যানবাহন সেতু পার হয়েছে। এর মধ্যে ৭৩২টি বাস, তিন হাজার ৬৪টি ট্রাক, ৮৯০টি মোটরসাইকেল এবং দুই হাজার ৫৯১টি বিভিন্ন হালকা যানবাহন পার হয়। এতে টোল আদায় হয়েছে ৬১ লাখ ৮৩ হাজার ১৫০ টাকা।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।