ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

তারাকান্দায় অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ২ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৪
তারাকান্দায় অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ২ 

ময়মনসিংহ: ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বাসের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। এতে বাস চালক আহত হয়েছেন বলে জানা গেছে।

 

বুধবার (৩১ জুলাই) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার কাকনী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- উপজেলার টেঙ্গুরিয়াকান্দা বড় বাড়ি গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে অটোরিকশার চালক হারুন অর রশিদ (৪০) এবং স্থানীয় নলচাপড়া গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে সোহৃল মিয়া (২৮)।  

তারাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) সজীব কুমার দাস বাংলানিউজকে জানান, জামালপুরের বকশীগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস কাকনী বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ব‍্যাটারি চালিত একটি অটোরিকশাকে ধাক্কা  দিয়ে পাশের একটি দোকানকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন।

তিনি আরও জানান, ঘটনাস্থলে দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ রয়েছে। এ ঘটনায় আইনগত ব‍্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।