ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বিশ্ব গণমাধ্যমে শেখ হাসিনার দেশত্যাগের খবর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৬ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৪
বিশ্ব গণমাধ্যমে শেখ হাসিনার দেশত্যাগের খবর

টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসার বছরখানেকের মধ্যেই পতন ঘটল আওয়ামী লীগ সরকারের। গতকাল (সোমবার) রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর বেলা আড়াইটার দিকে দেশ ছেড়ে ভারতের উদ্দেশে রওনা হন তিনি।

শেখ হাসিনার দেশত্যাগের ঘটনা আলোড়ন তুলে বিশ্ব গণমাধ্যমে। ব্রিটিশ সংবাদমাধ্যম তাদের শিরোনামে লিখেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশে উচ্ছ্বাস। এরপর তারা আরও লিখে, শেখ হাসিনার দেশত্যাগ বাংলাদেশের রাজনীতিতে এক শূন্যতা তৈরি করেছে।  

বার্তা সংস্থা রয়টার্স লিখেছে,  দমন-পীড়নে শতাধিক মানুষ মারা যাওয়ায় কোটা সংস্কার আন্দোলন সরকার পতনের আন্দোলনে রূপ নেওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন।

যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস লিখেছে, আন্দোলনের পর বাংলাদেশের নেতা (শেখ হাসিনা) পদত্যাগ করেছেন এবং দেশ ছেড়েছেন। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা লিখেছে, কোটা সংস্কার নিয়ে হাইকোর্টের দেওয়া রায়ে কোনো লাভ হয়নি। হাসিনার পদত্যাগ ও নিহতের ঘটনার বিচার দাবিতে বিক্ষোভ আন্দোলন দেশব্যাপী একটি নজিরবিহীন গণজাগরণে রূপ নেয়।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, চলমান বিক্ষোভের মধ্যেই বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ, অবতরণ করেছেন ভারতে।

বাংলাদেশ সময়: ০০১৬ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৪

এএইচএস 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।